বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সিদ্ধিরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে
দোয়া ও আলোচনা সভা।
বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে সিদ্ধিরগঞ্জ থানা শাখার বিএনপির কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রিয়াজুর ইসলাম রিয়াজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব, সদস্য রিয়াজুর ইসলাম রিয়াজ, উকিল উদ্দিন ভুইঁয়া, জেলা বিএনপির সভাপতি রহিমা শরিফ মায়া, থানা সাবেক সদস্য সচিব শাহ আলম হিরা, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান মৃধা, সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেনসহ জেলা ও থানা বিএনপি,র অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শহীদ জিয়া ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও উন্নয়নের জন্য আজীবন কাজ করে গেছেন।
এর আগে আলোচনা সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...