রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নিজেদের স্বার্থ হাসিলের জন্য বাপের নাম না বলে চাচা-জেঠার নাম ভাঙিয়ে বেড়ায়! এড. টিপু আপনারা জনগণের দুঃখ-কষ্ট ও সমস্যাগুলো বোঝার চেষ্টা করেন ১৬ নং ওয়ার্ড: এড. টিপু দোয়ারায় বিএনপির দুইপক্ষের সংঘর্ষে আহত ১০ দোয়ারাবাজারে বিএনপি’র লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত বিকেএ মেধাবৃত্তি পেয়েছে জগন্নাথপুরের ইংলিশ মিডিয়াম স্কুল এ সাদেক ইন্টাঃ একাডেমির তিন শির্ক্ষার্থী  রূপগঞ্জে মা ও ছেলেকে মারধরের অভিযোগ কু‌ড়িগ্রামে নারী-‌শিশুসহ ১১ রো‌হিঙ্গা আটক আপনারা জনগণের দুঃখ-কষ্ট ও সমস্যাগুলো বোঝার চেষ্টা করেন ১৬ নং ওয়ার্ড: এড. টিপু নারায়ণগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান মদনপুর ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের প্রতি আহ্বান: ঐক্যবদ্ধ হয়ে জনগণের দ্বারে দ্বারে যান: এড. টিপু

রাজধানীর নিকেতন থেকে আ.লীগ নেতা বি এম মোজাম্মেল হক গ্রেফতার

সচেতন রিপোর্ট / ২৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

রাজধানীর নিকেতন থেকে আ.লীগ নেতা বি এম মোজাম্মেল হক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৬ অক্টোবর) বিকেলে রাজধানীর অভিজাত এলাকা নিকেতন থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

ডিএমপি জানায়, গত ৫ আগস্টের পর থেকে বি এম মোজাম্মেল হক আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ নিকেতনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তার বিরুদ্ধে নিজ নির্বাচনী এলাকা শরীয়তপুরে গত জুলাইয়ে সংঘটিত ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় নেতৃত্ব দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ডিএমপি জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

উল্লেখ্য, ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা বি এম মোজাম্মেল হক ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম এবং ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দশম সংসদে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তবে ২০১৮ সালের একাদশ এবং ২০২৪ সালের দ্বাদশ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পাননি, যদিও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে বহাল ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...