বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাশেমীর নির্বাচনী ক্যাম্প উদ্বোধন কাশিপুর ইউনিয়নে জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর গণসংযোগ ও হীরা ইসলামের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন হাতি প্রতীকে জনতার স্রোত, এনায়েতনগরে গণসংযোগ ও পথসভায় আলহাজ্ব মোহাম্মদ আলী ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে হামলা, গুলিবর্ষণ ও লুটপাটের অভিযোগ ফতুল্লা থানা আঞ্চলিক কমিটির কাউন্সিল অনুষ্ঠিত, এনজিডব্লিউএফ-এর ২৬ সদস্যের সাংগঠনিক কমিটি ঘোষণা নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের নির্বাচনী প্রচারণা: জনসমর্থনে মুখরিত নগর কঠিন সময়ে পাশে ছিল সুমন আকবর, ২০২৬ নির্বাচনে কাসেমীর পক্ষে খেজুর গাছে ভোট চাইলেন সিদ্ধিরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা। সোনারগাঁয়ে প্রতিবন্ধী চালককে শ্বাসরোধে হত্যা। অটো ছিনতাই কুমিল্লায় বাসে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ দুই সহযোগী বিদেশি পি’স্ত’ল ও গু’লি সহ আটক।

বার্মা স্ট্যান্ড ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী ২০২৫ অনুষ্ঠিত।

জুয়েল মেহেদী ( চিফ রিপোর্টার, সচেতন অনলাইন) / ১৪০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

বার্মা স্ট্যান্ড ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী ২০২৫ অনুষ্ঠিত।

নারায়ণগঞ্জে ক্রীড়া ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে বার্মা স্ট্যান্ড ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫। স্থানীয় ক্রীড়ামোদী দর্শক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মামুন মাহমুদ, আহবায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট যুবকদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি বার্মা স্ট্যান্ড ক্লাবের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ অকিল উদ্দিন ভূঁইয়া। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনির হোসেন (সাধারণ সম্পাদক, ৬ নং ওয়ার্ড বিএনপি), নাফিজ আহমেদ, সজীব ভূঁইয়া, হোসেন, রাজীব ও বশিরসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সৌহার্দ্যপূর্ণ সামাজিক পরিবেশ গড়ে তোলাই ছিল মূল লক্ষ্য। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় অংশ নেয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ফ্রীজ ও রানার্সআপ দলের হাতে ২১” এলইডি টিভি পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণী পর্বে অতিথিরা খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রীড়া আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত অতিথি, খেলোয়াড় ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...